হোম > ছাপা সংস্করণ

প্রচার সাংসদ পদের প্রার্থী ইউপি সদস্যের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হবেন বলে প্রচার চালিয়েছিলেন। কিন্তু সাড়া না মেলায় আর সামনে এগোননি। এর বছরখানিক পর প্রচার চালান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে। বিভিন্ন স্থানে প্রচারপত্রও বিলি করেছিলেন। তাতেও সাড়া মেলেনি। তবে দমে যাননি।

এবার প্রচার শুরু করেছেন আরও এক ধাপ নিচের পদে, ইউপি সদস্য প্রার্থী হতে। ইতিমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন। বলছিলাম ঝিকরগাছার রবিউল ইসলামের কথা।

সাংসদ হওয়ার বাসনা নিয়ে নির্বাচনী প্রচারে নেমে ইউপি সদস্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করা রবিউলের বাড়ি নাভারণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি মানবিক ভলান্টিয়ারস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপজেলা সহসভাপতি। আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে ভোটে লড়বেন রবিউল। তিনি গত বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নাভারণ ইউনিয়নের বাসিন্দা শেখ ইমরান হোসেন বলেন, ‘রবিউল ইসলাম এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন জানিয়ে প্রচার চালান। পরে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন।’

ইউপি সদস্য প্রার্থী রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংসদ নির্বাচনে ফেসবুকে জনমত তৈরি করার উদ্যেশ্যে প্রচার চালিয়েছিলাম। কিন্তু সাড়া না পেয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছিলাম। এখন ইউপি সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি।’

রবিউল ইসলাম বলেন, ‘আমাদের মোড়ল গোষ্ঠি অনেক বড়। গোষ্ঠির সবাই ভোট দিলেও আমি পাশ করব। তবে পাশ-ফেল যাই হোক আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ