আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার আমলে কৃষকেরা বলে, তারা মায়ের কোলে আছে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ ও শান্তি বোধ করে, কৃষকেরা এখন তেমনি মায়ের কোলে আছে।’
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি আমলে সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে সারের সমস্যা সৃষ্টি হয় না। বীজের জন্য সমস্যা সৃষ্টি হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন ভাঙা রেকর্ড বাজান। এই সরকার নাকি সব লুটেপুটে খাচ্ছে। আসলে সরকারের উন্নয়ন সহ্য না হওয়ায় তারা নির্জলা মিথ্যাচার করছে।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।