মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সেবা দিচ্ছেন রোভার স্কাউট সদস্যরা। পরীক্ষা শুরুর আগেই সুরক্ষা সামগ্রী নিয়ে ফটকে হাজির হচ্ছেন তাঁরা। মুলাদী সরকারি কলেজ রোভার ইউনিট স্বেচ্ছায় এই কর্মসূচি পালন করছে। গতকালও তাঁদের পরীক্ষাকেন্দ্রে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
মুলাদী সরকারি কলেজের শিক্ষক ও রোভার স্কাউট নেতা আসাদুজ্জামান জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য শিক্ষাবোর্ড নির্দেশনা দিয়েছেন। মুলাদী উপজেলা কলেজ কেন্দ্রের দুটি ভেন্যুতে ৫-৬ শ শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা পরীক্ষা পরিচালনা পর্ষদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। তাই রোভার স্কাউট সদস্যরা এগিয়ে এসেছে।
একই কলেজের শিক্ষক মো. ইকবাল হোসেন সিকদার বলেন, পরীক্ষার শুরুর আগে শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হাজির হয়।
মুলাদী সরকারি করেজের শিক্ষার্থী রোভার দলনেতা নূর মোহাম্মাদ বলেন, মুলাদীর এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে রোভার স্কাউট সদস্যেরা কাজ করছে। শেষ পরীক্ষা পর্যন্ত সবাই এই কার্যক্রম চালাবে।