হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যের বাড়িতে আটকে রেখে নির্যাতন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চুরির অপবাদে এক যুবককে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে ওই যুবকের পরিবার জানতে পেরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাতেই তালাবদ্ধ ঘর থেকে তাঁকে উদ্ধার করে। অভিযুক্ত উসমান কাজী দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

উদ্ধার হওয়া রাসেল শেখ (১৯) উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়ার নজরুল শেখের ছেলে। তিনি ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় গতকাল শনিবার রাসেলের খালা এবং নানি দুটি মামলা করেছেন। একটিতে ইউপি সদস্যসহ ৫ নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। অন্যটিতে ৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে একই গ্রামের সোনামুদ্দিন ফকিরের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় রাসেলকে সন্দেহ করে সোনামুদ্দিন। এলাকায় থাকায় রাসেলকে সোনামুদ্দিনের লোকজন মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেন। ২০ দিন আগে সোনামুদ্দিনের আরেকটি অটোরিকশা চুরি হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য উসমান কাজীর বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে মুকবুল কাজীকে আটক করি। তাঁর কাছ থেকে চাবি নিয়ে তালাবদ্ধ ঘর থেকে রাসেলকে উদ্ধার করা হয়। পুলিশকে ফোন দেওয়ায় রাসেলের দুই খালাসহ পরিবারের অন্যদের মারধর করে অভিযুক্তরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত উসমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ