হোম > ছাপা সংস্করণ

ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি কার

উইম্বলডনে নারী এককের ফাইনাল ম্যাচটি শুরুর হওয়ার আগেই ইতিহাসের নতুন বৃত্তে ঢুকে পড়েছে। ওনস জাবেউর কিংবা এলেনা রায়বানিকার মধ্যকার লড়াইয়ে জয় যারই হোক, এই ম্যাচ দিয়ে রচিত হবে নতুন ইতিহাস। কাছের বন্ধু তাতিয়ানা মারিয়াকে হারিয়ে প্রথম আরব হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালের টিকিট পেয়েছেন তিউনিসিয়ার জাবেউর। আর রায়বানিকা কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে উঠেছেন কোনো এককের ফাইনালে। জয়টা শেষ পর্যন্ত তাই যারই হোক, নতুন করে ইতিহাসটা লিখতেই হবে।

জাবেউরের ফাইনালে ওঠা অবশ্য কোনো চমক নয়। গত বছরের উইম্বলডনেই প্রথম আলোaচনায় আসেন জাবেউর। টেনিস দুনিয়ায় নতুন আরব বসন্ত হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেবারই। এরপর কোর্টে কিছু সময় সংগ্রামও করতে হয় তাঁকে। তবে সেসব ভুলে এবারের উইম্বলডনে ফেবারিট হিসেবেই যাত্রা শুরু করেন তিউনিসিয়ার এই টেনিস তারকা। উইম্বলডনের মূল লড়াইয়ে অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। দাপটের সঙ্গে খেলেই ফাইনাল নিশ্চিত করেছেন এই আরবকন্যা।

জাবেউরের ফাইনালে ওঠা নিয়ে কোনো বিস্ময় নেই। র‍্যাঙ্কিং ও ছন্দ তাঁকে ফেবারিটের তকমা দিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। তবে রায়বানিকাকে ঘিরে প্রত্যাশা ছিল সামান্যই। র‍্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা এই খেলোয়াড়কে নিয়ে তেমন কোনো আলোচনাও ছিল না। তবে নারীদের টেনিসের অনিশ্চয়তা ও রহস্যময়তাকে কাজে লাগিয়ে ঠিকই বাজিমাত করেছেন এই কাজাখ নারী।

ফাইনালে জোকোভিচ
ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। আগামীকাল ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন কিরগিওস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ