জগন্নাথপুরে মামলার সাক্ষী হওয়ায় ওই মামলার আসামি পক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন সাক্ষকারীর ছেলে মো. সুজন মিয়া (৩১)। গতকাল সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লহরী নোওয়াগাঁও গ্রামের খলিল উদ্দিনের সঙ্গে একই গ্রামের নুর মিয়া প্রায় দেড় মাস আগে তুচ্ছ ঘটনা নিয়ে এক মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে খলিল উদ্দিন বাদী হয়ে নুর মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় সাক্ষী ছিলেন আশক আলী। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নুর মিয়া। গত রোববার সকালে আশিক আলীর একটি গরু নুর মিয়ার বাড়িতে গেলে নুর মিয়ার পক্ষের সঙ্গে আশিক আলীর পক্ষের মারামারি হয়।
এর জেরে রোববার সন্ধ্যায় আশিক আলীর ছেলে সুজন মিয়াকে নুর মিয়ার পক্ষের লোকেরা কিল ঘুষি মারেন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।