হোম > ছাপা সংস্করণ

বিদ্রোহীরা আজীবনের জন্য নিষিদ্ধ হবে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেউ দলের বাইরে গেলে তাঁকে আর ফেরানো হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিদ্রোহীরা আজীবনের জন্য নিষিদ্ধ হবেন বলে জানান তিনি। গত বুধবার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করবেন। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন। কোনো নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডোবাতে চেষ্টা করে, তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। কোনো অবস্থাতেই তাকে আর দলে নেওয়া হবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম। এটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিপ্লব ও শফিউল আজম খান বারকু। এ সময় আরও উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ