শাহবাগে দুই ভবনের মাঝখান থেকে স্কলাস্টিকা স্কুলের নারী কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর (৩২) লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার মৃতের চাচাতো ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে মওদুদ বলেন, ওই নারীকে ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়তে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। শাহবাগের হাবিবুল্লা রোডের ২/ক/১৪ নম্বর নকশী ভবনের দক্ষিণ পাশের দুই ভবনের মাঝখান থেকে গত বুধবার বিকেলে ইভানার লাশ উদ্ধার করে পুলিশ।