হোম > ছাপা সংস্করণ

আ.লীগ নেতা আম্বীয়ার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এই দাবিতে তাঁরা প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তব্য দেন খানপুর ইউনিয়নের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়া দলীয় প্রার্থীর সঙ্গে বেইমানি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়েও তাঁর ভাই বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ারের পক্ষে কাজ করেছেন। এ জন্য নৌকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও কটূক্তি করেছেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের ব্যক্তি পদে থাকলে দলের বড় ধরনের ক্ষতি হবে। তাই তাঁকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য দাবি জানান।

এ বিষয়ে মো. আহসান হাবিব আম্বীয়া বলেন, ‘মিছিলে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় মো. খলিলুর রহমানকে খানপুর ইউপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।আজকের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেউ না।’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করার বিষয়ে তিনি বলেন, ‘আমি কোথাও এ ধরনের কথা বলি নাই।’

ফাঁস হওয়া অডিও ক্লিপটি তাঁর নই দাবি করে তিনি বলেন, ‘আমাকে অপদস্থ করার জন্যই তাঁরা এই মিথ্যা আশ্রয় নিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ