স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে শহরের নোমানী ময়দান থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেয়। শোভাযাত্রার আগে নোমানী ময়দানে উন্মুক্ত মঞ্চে সমাবেশে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ ড. বীরেন শিকদার জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।