ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবলীগের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদ্যবিলুপ্ত পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলামসহ কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে একরামুল হক খোকন বলেন, ‘ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন কোনো আলোচনা ও বর্ধিতসভা না করেই পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে গত বুধবার সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্ত ঘোষণা করে। আমরা পৌর যুবলীগ এ অসাংগঠনিক পন্থায় কমিটি বিলুপ্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার গত বৃহস্পতিবার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেনকে একটি পত্র দিয়েছেন। পত্রে বলা হয়েছে কমিটি বিলুপ্তির প্রক্রিয়া দলের গঠনতন্ত্র বিরোধী। বিলুপ্ত কমিটি পুনরায় বহাল করা হোক। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিলুপ্তির কারণ জানতেও চাওয়া হয়েছে।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম বলেন, ‘জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার যে চিঠিটি দিয়েছেন সেটা গ্রহণ করা হয়নি। কারণ ওই চিঠিতে সভাপতির স্বাক্ষর নেই। এবং ওই চিঠির বিষয়টিও সংগঠনের জেলা সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী জানেন না বলেও তিনি দাবি করেন।’