বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, আব্দুস সামাদ হেলাল, পৌর যুবদলের সভাপতি আহমুদুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক মো. লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।