ভালুকা প্রতিনিধি
আগামী ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস ও ৮ দিনব্যাপী বিজয় মেলা উদ্যাপন করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের নতুন ভবনের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।