হোম > ছাপা সংস্করণ

বটিয়াঘাটায় শ্রমিককে কুপিয়ে জখম

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় কুদ্দুস শেখ নামের এক মিল শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোরে উপজেলার গাওঘরা ওয়াপদা রাস্তা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে কুদ্দুস হাঁটতে বের হলে মাদক সেবনকারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় মাদক সেবনকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এমনকি তাঁর পায়ের বিভিন্ন অংশে লোয়ার রড ঢুকিয়ে ক্ষতবিক্ষত করা হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে স্থানীয় গাওঘরা এলাকার মনছুর মোড়ল, নয়ন শেখ ও নান্টু শেখ মিলে কুদ্দুস শেখের বাড়ির ভেতরের বাগানে গাঁজা খাচ্ছিলেন। তাঁদের গাঁজা খাওয়া দেখে কুদ্দুস প্রতিবাদ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। বাগান থেকে চলে যাওয়ার কথা বললে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাদক সেবনকারীরা বাগান থেকে চলে যান। পরে শনিবার রাতের ঘটনার জেরে ওই তিন মাদক সেবনকারী গতকাল ভোরে কুদ্দুসের ওপর হামলা চালান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এসএম ফরিদ রানা বলেন, ‘ঘটনাটি সত্য। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত কুদ্দুসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা জালাল বলেন, ‘আহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। হামলাকারীদের শিগগিরই খুঁজে বের করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ