হোম > ছাপা সংস্করণ

লাজলী পেলেন টিনের ঘর

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লাজলীর ঘর বলতে ছিল খেতের মাঝখানে বাঁশের বেড়া আর ওপরে টিন দিয়ে ছাওয়া ঝুপড়ি। আসবাব বলতে বাঁশের চৌকি, রান্নার দু-একটা বাসনকোসন। ছিল না শীত নিবারণের পোশাক। ওই ঝুপড়িতেই দিনযাপন করছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের লাজলী খাতুন।

লাজলীকে নিয়ে গত বছর ৭ ডিসেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর পর গত শুক্রবার তাঁকে টিনের ঘর বানিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য (মামাজ) নামের সামাজিক সংগঠন।

লাজলী (২৮) ওই গ্রামের মৃত আব্দুস সালাম সালুর তৃতীয় সন্তান। পরিবারের কারওর সঙ্গেই তাঁর যোগাযোগ ছিল না। কেউ তাঁর খোঁজ নিতেন না। ফলে খেয়ে না খেয়ে দিন দিন রোগাক্রান্ত হয়ে পড়ছিলেন তিনি।

মামাজের প্রতিষ্ঠাতা সাব্বির আহম্মেদ লাভলু বলেন, ‘গণমাধ্যমে আমরা দেখতে পাই লাজলী নামের একটি মেয়ে একাই একটি খুপরি ঘরে শীতে কষ্ট করে জীবন যাপন করছেন। তখনই সংগঠনের পক্ষ থেকে তাঁর থাকার জন্য একটি টিন শেডের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেই। এর আগে সংগঠনের উদ্যোগে তাঁকে খাট, লেপ, তোশক ও বালিশ দেওয়া হয়। ঘর নির্মাণ করে দেওয়ার পর লাজলীর মুখে তৃপ্তির হাসি দেখতে পেয়ে খুব ভালো লাগছে।’

লাজলীর মা আয়শা বেগম বলেন, ‘আগে ঢাকায় ছিলাম এখন আর কাম কাজ করতে পারি না তাই গ্রামের বাড়িতে চলে এসেছি। আসার পর থাকার কোনো ঘর ছিল না, মানুষের বাড়িতে ছিলাম, নিজের ঘরে মেয়েসহ থাকতে পেরে খুব ভালো লাগছে।’

লতাবর গ্রামের ইউপি সদস্য শাহিনুর ইসলাম লাল বলেন, ‘নিঃসন্দেহে মামাজ সংগঠনের এটি একটি মহতী কাজ।’ তিনি মামাজের সদস্যদের ধন্যবাদ জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ