হোম > ছাপা সংস্করণ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুর নেতৃত্বে বিশাল ঝাড়ু মিছিল বের হয়। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। সংবাদ সম্মেলনের একপর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও তাঁর মা অফিস ঢুকলেই সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিজয় মিছিলের অংশ হিসেবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে যায়। সেখানে উপস্থিত ছিল মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় কোনো কারণ ছাড়াই উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ শাহিন শাহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বের হয়ে যান। এতে সংক্ষুব্ধ মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংগঠিত হয়ে রোববার ঝাড়ু মিছিল করেন।

উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ্ বলেন, ‘আমি মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করিনি। তাঁদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ রয়েছে।’

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘দুই গ্রুপের মধ্যে উত্তেজনা মূলক পরিবেশ সৃষ্টি হয় পরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ