হিন্দি সিনেমায় কাজ করছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমার নাম ‘দ্য জেবরাস’। পরিচালনা করবেন বাঙালি পরিচালক অনীক চৌধুরী। প্রিয়াঙ্কা এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা শারিব হাশমির সঙ্গে।
পরিচালক জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ সিনেমার বিষয়। ফ্যাশন দুনিয়ায় এআই কী প্রভাব বিস্তার করতে পারে, সেটা নিয়েই গল্প। প্রিয়াঙ্কা বলেন, ‘অনীকের সিনেমার প্রেক্ষাপট শুনেই রাজি হয়েছি। বর্তমান ফ্যাশনজগতের একটা দিক ধরার চেষ্টা করা হয়েছে।
পরিচালক অনীক জানিয়েছেন, শারিব হাশমির মতো অভিনেতা এ সিনেমায় কাজ করছেন, এটা তাঁর কাছে অনেকটা স্বপ্নপূরণের মতো। শিগগির শুরু হবে শুটিং।