যশোর সদরের খিতিবদিয়া কলাবাগানে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে কলাবাগান মোড়ে একে এম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোরে আগুন জ্বলতে দেখেন পাশের ভবনের লোকজন। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় গ্রামবাসী যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিভলেও একে এম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোর, মোশারফ হোসেনের টি স্টোর ও হোসেন আলীর দোকান পুরোটাই পুড়ে যায়। এ সময় দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনেরও ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে এলাকার কয়েকটি ভবন এখনো বিদ্যুৎবিহীন রয়েছে।
দোকান মালিক একে এম আবুল কায়েম বলেন, ‘আমার দোকানের ৭/৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর ওপরেই আমার সংসার চলত। সব হারিয়ে এখন আমি এখন নিঃস্ব।’