কুমিল্লা সদর দক্ষিণে ২৭টি টেলিভিশনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার সদর দক্ষিণের বিরাহিমপুর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বিরাহিমপুর গ্রামের মো. ইব্রাহিম খলিল (২৪) ও লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মো. সাহেদ হাসান ওরফে মেহেদী হাসান (৩২)।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দুই মাসে বিভিন্ন সময়ে প্রাণ আরএফএল গ্রুপের মাটিয়ারা ডিপো থেকে ৩২টি ভিশন টেলিভিশন নিজ প্রতিষ্ঠানের কর্মচারী কর্তৃক চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ১৬টি টেলিভিশন প্রাণ গ্রুপের কর্মচারী ইব্রাহিম খলিলের ঘর থেকে ও ১১টি টেলিভিশন লক্ষ্মীপুরের রামগঞ্জ বাজারের মো. সাহেদ হাসানের দোকান থেকে জব্দ করা হয়।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়।