ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ‘মরণোত্তর এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির ২৫ জন সংবাদ সেবীর পরিবারকে মরণোত্তর এককালীন প্রত্যেককে ২৫ হাজার করে টাকা প্রদান করা হয়। এ সময় মরহুম ব্যক্তিদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংবাদপত্রের সার্কুলেশন ম্যানেজার ও সংবাদপত্র শিল্প সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি