খাগড়াছড়ির রামগড়ের সদর ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করেছেন দেবর ও ভাবি। চতুর্থ ধাপের এই নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। দেবর সাধারণ সদস্য ও ভাবি সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
গত রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবর-ভাবি এ সাফল্য লাভ করেন। তাঁদের এই সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়। দেবর-ভাবি হলেন ৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য জাহেদা বেগম।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০০ ভোট। অন্যদিকে ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে কলম প্রতীক নিয়ে ভাবি জাহেদা বেগম পেয়েছেন ১ হাজার ৮২৭ ভোট। জাহেদা আক্তার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীনের বড় ভাইয়ের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান ও নুর হোসেন জানান, তাঁদের এই বিজয়ে সবাই আনন্দিত। রামগড়ে এটিই প্রথম। তাঁরা প্রত্যাশা করে বলেন, মানুষের এ রায়ের প্রতিদান দেবর-ভাবি দেবেন।
সালাউদ্দীন জানান, মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হওয়ার নয়। একই পরিবারের দুজনকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আগামীদিনে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।