হোম > ছাপা সংস্করণ

রামগড় ইউপিতে দেবর-ভাবির চমক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের সদর ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করেছেন দেবর ও ভাবি। চতুর্থ ধাপের এই নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। দেবর সাধারণ সদস্য ও ভাবি সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

গত রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবর-ভাবি এ সাফল্য লাভ করেন। তাঁদের এই সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়। দেবর-ভাবি হলেন ৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য জাহেদা বেগম।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০০ ভোট। অন্যদিকে ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে কলম প্রতীক নিয়ে ভাবি জাহেদা বেগম পেয়েছেন ১ হাজার ৮২৭ ভোট। জাহেদা আক্তার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীনের বড় ভাইয়ের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান ও নুর হোসেন জানান, তাঁদের এই বিজয়ে সবাই আনন্দিত। রামগড়ে এটিই প্রথম। তাঁরা প্রত্যাশা করে বলেন, মানুষের এ রায়ের প্রতিদান দেবর-ভাবি দেবেন।

সালাউদ্দীন জানান, মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হওয়ার নয়। একই পরিবারের দুজনকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আগামীদিনে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ