বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
১. পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয় কোথায়?
উত্তর: জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির মাঝের স্প্যানে।
২. পদ্মা সেতুতে সড়ক স্ল্যাব স্থাপনের কাজ শুরু হয় কোন সালে?
উত্তর: ১৯ মার্চ ২০১৯।
৩. পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি কোথায় বসানো হয়?
উত্তর: মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর।
৪. পদ্মা সেতুর পুরো অবকাঠামো বাস্তবে রূপ নেয় কোন স্প্যানটি বসানোর মধ্য দিয়ে?
উত্তর: ৪১তম স্প্যানটি।
৫. পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প অর্থায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কার মাধ্যমে?
উত্তর: ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের মাধ্যমে।
৬. ২০১৮ সালে ‘পদ্মা সেতুর রেল সংযোগ’ প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
উত্তর: চীনের রাজধানী বেইজিংয়ে।
৭. পদ্মা সেতুর রেলপথের মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭২ কিলোমিটার।
৮. পদ্মা সেতুর রেলপথের কত কিলোমিটার পথ এলিভেটেড (উড়াল) হবে?
উত্তর: ২৩ কিলোমিটার।
৯. ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের আওতায় মোট কতটি রেলস্টেশন নির্মিত হবে?
উত্তর: ২০টি।
১০. পদ্মা সেতুর ২০টি রেলস্টেশনের মধ্যে পুনর্নির্মিত ও নতুন হবে কয়টি?
উত্তর: ৬টি পুনর্নির্মিত ও ১৪টি হবে নতুন।
১১. পদ্মা সেতু রেলসংযোগ কোন কোন নদ-নদী পেরিয়ে যাবে?
উত্তর: পদ্মা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, আড়িয়াল খাঁ, মধুমতী, নবগঙ্গা, ভৈরব ও চিত্রানদী।
১২. পদ্মা সেতু রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কটি জেলাকে যুক্ত করবে?
উত্তর: ২১টি।
১৩. পদ্মা সেতু রাজধানী ঢাকার সঙ্গে খুলনা বিভাগের কটি জেলাকে যুক্ত করবে?
উত্তর: ১০টি—খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা।
১৪. পদ্মা সেতু রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগের কটি জেলাকে যুক্ত করবে?
উত্তর: ৬টি—বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি।
১৫. পদ্মা সেতু ঢাকা বিভাগের কোন কোন জেলাকে যুক্ত করবে?
উত্তর: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী।
১৬. ‘পদ্মা সেতু উত্তর’ থানার গেজেট প্রকাশিত হয় কবে?
উত্তর: ১০ আগস্ট ২০২১।
১৭. ‘পদ্মা সেতু দক্ষিণ’ থানার গেজেট প্রকাশিত হয় কবে?
উত্তর: ২৪ আগস্ট ২০২১।
১৮. পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড স্ল্যাব বসানো হয় কোন সালে?
উত্তর: ২৩ আগস্ট ২০২১।
১৯. পদ্মা সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় কবে?
উত্তর: ১০ নভেম্বর ২০২১।
২০. পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু হয় কবে?
উত্তর: ২৫ নভেম্বর ২০২১।
লেখক: লুৎফা বেগম, সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।