গাজীপুর মহানগরীতে ডাক্তার না হয়েও ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার অভিযোগে নাম রবিউল ইসলাম (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে মহানগরের পূবাইল থানার মিরের বাজার এলাকার রাফি ফার্মেসি থেকে তাঁকে আটক করে র্যাব-১। পরে মামলা করে তাঁকে থানায় সোপর্দ করলে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার র্যাব-১-এর সহকারী পরিচালক নোমান আহমেদ বলেন, র্যাব-১ জানতে পারে, রাফি ফার্মেসিতে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ খবরে রোববার রাত ১০টার দিকে র্যাব-১ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডাক্তার পরিচয়দানকারী মো. রবিউল ইসলামকে আটক করা হয়।
নোমান আহমেদ বলেন, রবিউলের কাছ থেকে দুটি প্রেসক্রিপশন প্যাড, পাঁচটি ভিজিটিং কার্ড, দুটি সিম কার্ড, ১ হাজার ৬৫০ টাকাসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিচ্ছিলেন। এতে ডাক্তারি ভিজিট বাবদ প্রতারণামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম জানান, রবিউলের বিরুদ্ধে র্যাব-১ একটি মামলা করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।