হোম > ছাপা সংস্করণ

একেক দোকানে একেক দাম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুরে সয়াবিন তেলের দাম নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে। উপজেলার বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

গতকাল শনিবার দুপুরে শহর ও ইউনিয়নের বাজারে বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেল অনেক বিক্রেতা ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

উপজেলার বাবুখালী বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দোকানে তেলের মজুত কমে গেছে। তাঁরা ২০০ টাকার কমে তেল বিক্রি করতে নারাজ।

চালিমিয়া রোডে নিরান মহুরি নামের এক ব্যবসায়ী জানান, সব তেল বিক্রি হয়ে গেছে। তেল কোম্পানি এখন দোকানে আসছে না।

ক্রেতা জিবলু মোল্যা বলেন, ‘সকালে যে তেল দেখে গেছি বিকেলে সব তেল বিক্রি হয়ে যাওয়ার কথা না। বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

তবে অনেক বিক্রেতা বেশি দামের আশায় সয়াবিন তেল মজুত করে রেখেছেন। বাজারে খুচরা ও পাইকারি বিক্রিতে অনেক তফাৎ দেখে ক্রেতারা তেল কিনতে হিমশিম খাচ্ছেন।

বাবুখালী কলেজ অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে দফায় দফায় বাড়ানো হচ্ছে দাম। সংকটের পেছনে একই অজুহাত দিচ্ছে ব্যবসায়ী। সরবরাহের ঘাটতি দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে একটি সিন্ডিকেট। এরই মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড সৃষ্টি করেছে সয়াবিন তেল। সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, প্রতিদিন বাজারের খোঁজ খবর রাখছি এবং বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ