হোম > ছাপা সংস্করণ

বিষ প্রয়োগে মাছ নিধনে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার বিশ্বনাথ থানায় এই মামলা হয়।

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে হাজী আব্দুর রব বাদী হয়ে চারজনের নামে এই মামলা করেন।

মামলার চার আসামি হলেন দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে লালা মিয়া (৪৫), মৃত মদরিছ আলীর ছেলে নূর আহমদ (৩৮), মৃত হাজী আকরম আলীর ছেলে হাবিবুর রহমান (৫০) এবং ফজর আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)।

মামলার এজাহারে বাদী হাজী আব্দুর রব উল্লেখ করেন, বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তাঁর।

পূর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর রাতে অভিযুক্তরা বাদীর মালিকানাধীন ফিশারিতে বিষ প্রয়োগ করেন। বিষক্রিয়ায় প্রায় ৪৫ মণ মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ