হোম > ছাপা সংস্করণ

চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকাণ্ডে নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন নিপুণ আক্তার। ১০ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ আক্তারের নামে নতুন নেমপ্লেট দেখা গেছে সমিতির অফিসে। একই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা। পরে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে শুভেচ্ছা জানান অন্য সমিতির নেতারা। মিষ্টিমুখ করানো হয় সবাইকে। এরই মধ্যে সাধারণ সম্পাদক ও সভাপতির চেয়ার বদলে এসেছে নতুন চেয়ার। সমিতির সেই চেয়ারে বসেই ফটোশুটে অংশ নিয়েছেন নিপুণ।

সমিতির কর্মকাণ্ডে নিপুণের অংশগ্রহণের বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আদালত বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই চেয়ারে কেউ বসবেন না, এমনকি সমিতির কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না। তাহলে এসব হচ্ছেটা কী?’

অন্যদিকে, সমিতির কার্যকরী সদস্য পরিষদ থেকে গতকাল পদত্যাগ করেছেন রোজিনা। তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে পর পর তিনবার কেউ সভায় অনুপস্থিত থাকলে তাঁকে নোটিশ দেওয়ার বিধান আছে। আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। যেহেতু আমি থাকতে পারব না, তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে নাখোশ রোজিনা। তিনি বলেন, ‘চলচ্চিত্র নিয়ে এখন দেশবাসী হাসিঠাট্টা করছে, এটা দেখতে ভালো লাগছে না। শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ি মানায় না।’

এ বিষয়ে নিপুণকে কল করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছেন। ফলে নিপুণ আপুই এখন সাধারণ সম্পাদক।’

৯ ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতি অবস্থা জারি করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। আদালত বলেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিপুণ ও জায়েদ খান কেউই ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করেন চেম্বার আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ