হোম > ছাপা সংস্করণ

ধবলধোলাই করে শীর্ষেই থাকল শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। গতকাল শেষ দিনে ন্যূনতম লড়াইও করতে পারেনি সফরকারীরা। ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৩২ রানে। এই দুই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল শ্রীলঙ্কা।

আগের দিনের ৩ উইকেটে ৩২৮ রান নিয়ে খেলতে নেমে ৩৪৫ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ১৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে আশা দেখান জারমেইন ব্ল্যাকউড (৩৬) ও এনক্রুমা বুনার (৪৪)। দলীয় ৬৫ রানে এ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ধসে পড়ে উইন্ডিজের ব্যাটিং।

লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে নাকাল হয়ে ১৩২ রানের গুটিয়ে যায় উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। দুই স্পিনার সমানভাবে ভাগাভাগি করে নেন সফরকারীদের ১০ উইকেট। ম্যাচসেরা দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলা ধনাঞ্জয়া ডি সিলভা।

ম্যাচ শেষে সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, ‘ছেলেরা জানত, এ ধরনের পরিস্থিতিতে কী করতে হয়। বিশেষ করে রমেশ, পাথুম এবং ধনাঞ্জয়াকে ধন্যবাদ দিতে হয়। পাথুম দারুণ আত্মবিশ্বাসী। আশা করি, সামনে সে আরও বড় ইনিংস খেলতে পারবে।’ উইন্ডিজদের হারিয়ে এখন ভারতের বিপক্ষে সামনের সিরিজের অপেক্ষায় আছেন বলেও জানান।

বিপরীতে টানা দুই হারে হতাশ উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট বলেছেন, ‘প্রথম ইনিংসে আমার বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল। ব্যাটারদের আরও লম্বা ইনিংস খেলা উচিত ছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ