খেলাপি ঠেকাতে ঋণের কিস্তি পরিশোধে বিদ্যমান শিথিলতা সুবিধা কোনো প্রকার শর্ত ছাড়া আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো উচিত। কারণ করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো মহামারির ধাক্কা সামলাতে পারেনি। যদিও তাঁরা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরাতে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। এ অবস্থায় ঋণের কিস্তি পরিশোধ করা ঋণগ্রহীতাদের জন্য দুরূহ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন গতকাল রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন।
এফবিসিআই সভাপতি বলেন, ‘করোনা মহামারিতে অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ব্যবসায়ীরা এখনো ভয়াবহ অবস্থা পার করছেন। তাই ঋণ শ্রেণিকরণ সুবিধা আগামী বছরের জুলাই পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংক বরাবর এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে।