হোম > ছাপা সংস্করণ

মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না তাঁদের

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুবাগান গ্রামের পিকআপ ভ্যানের চালক মাছুদ রানা (৩৫) ও একই জেলার গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জন হাওলাদার (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে নিয়ে চালক মাসুদ রানা বগুড়ার মোকামতলায় মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছুদ রানা নিহত হন। আর গুরুতর আহত হন পিকআপে থাকা মনোরঞ্জন হাওলাদার। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল আজকের পত্রিকাকে জানান, পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ