হোম > ছাপা সংস্করণ

খেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রতনপুর গ্রুপ (আরএসআরএম)। খেলাপির ঋণ আদায়ে আরএসআরএম গ্রুপের কারখানাসহ ১০০ শতক জমি নিলামে তুলেছে পাওনাদার সোনালী ব্যাংক।

সোনালী ব্যাংকের ডিজিএম ও চট্টগ্রাম লালদীঘি করপোরেট শাখার প্রধান মো. ইয়াকুব মজুমদার বলেন, ঋণের টাকা পরিশোধ না করায় রতনপুর গ্রুপের ১০০ শতক জমি নিলামে তোলা হয়েছে। ঋণ আদায়ে গ্রুপটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি সবাইকে নিলামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স রতনপুর স্টিল রি-রোলিং মিলসের কাছে সোনালী ব্যাংকের ২০১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮৬৫ টাকা পাওনা খেলাপি হয়েছে। এই পাওনার বিপরীতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গ্রুপটির কারখানাসহ ১০০ শতক জমি বন্ধক রয়েছে। ঋণ পরিশোধ না করায় অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (সংশোধন ২০১০) এর ১২ ধারায় প্রতিষ্ঠানটির স্থাপনাসহ এসব সম্পত্তি নিলামে তোলা হয়েছে।

সোনলী ব্যাংক সূত্র জানায়, গ্রুপটির কাছে বর্তমানে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২ হাজার ২০০ কোটি টাকা ঋণ আটকে রয়েছে। এই পাওনা আদায়ে গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে।

রতনপুর গ্রুপের কাছে সবচেয়ে বেশি ১ হাজার ২০০ কোটি টাকা পাওনা রয়েছে জনতা ব্যাংক। এর মধ্যে মেসার্স মডার্ন স্টিল মিলস লিমিটেডের কাছে ৪০৯ কোটি, মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ৩১৩ কোটি ও এসএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের কাছে ৪৮২ কোটি টাকা পাওনা রয়েছে তাদের।

জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও লালদীঘি করপোরেট শাখার প্রধান (সদ্য অন্য শাখায় বদলিকৃত) নুরুল মোস্তফা বলেন, রতনপুর গ্রুপ ঋণের টাকা দিচ্ছে না। ঋণের টাকার জন্য ৬টি মামলা করা হয়েছে।

এসব বিষয়ে জানতে রতনপুর গ্রুপের পরিচালক মারজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ