হোম > ছাপা সংস্করণ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের সাধারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

গত রোববার দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় ওই ইউনিয়নের কালোয়ার কান্দা গ্রামে ও সৈয়দের খোলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র ও আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহতদের নরসিংদী ও শিবপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ আহামেদ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য কালোয়ার কান্দা এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাছিহুল গনি স্বপনের ভাইসহ কর্মী সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। এতে ১২ জন আহত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোরশেদ আহামেদের লোকজন পাল্টা সৈয়দেরখোলা বাজারে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আওয়ামী লীগের কর্মীরা মোরশেদ আহামেদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বাড়িতে হামলা করতে যায়। এ সময় পাল্টা হামলায় আওয়ামী লীগের

প্রার্থী মাছিহুল গনি স্বপনের ভাই জাহিদসহ ৮ আহত হয়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বলেন, নির্বাচনী বিরোধে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ