হোম > ছাপা সংস্করণ

রাস্তাজুড়ে খানাখন্দ ভোগান্তিতে মানুষ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া থেকে পলিয়াপাড়া সড়ক বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে বেশি বেহাল হয়েছে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা।

সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই গর্তে জমেছে হাঁটুপানি। তাই সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল করতে হচ্ছে।

এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষেরা।

জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া করেন চেয়ারম্যান আহমদুর রহমানসহ অনেক প্রশাসনিক কর্মকর্তারা। তবে কেউ এ সড়ক সংস্কারের উদ্যোগ নেননি।

নাজিরহাট বাজারের ব্যবসায়ী শামসুল আলমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদুর রহমান প্রতিদিন এ রাস্তা দিয়ে পরিষদে যান। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন কী না আমরা জানি না। সড়কটি খুব দ্রুত সংস্কার হওয়া জরুরি।

নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান নিতে আসা সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। শিক্ষার্থীরা খুব কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করে।

নাজিরহাটের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কুতুবউদ্দিন হাসান বলেন, সাতবাড়িয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ইউনিয়ন পরিষদের সড়কের সঙ্গে সংযুক্ত দেওয়ান হাট-বৈলতলী সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল হয়ে পড়েছে।

পুরো রাস্তা জুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। তিনি আরও বলেন, সামান্য বৃষ্টিতে জল-কাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সাতবাড়িয়ার চেয়ারম্যান আহমদুর রহমানকে বারবার বলার পরও কোনো প্রতিকার মিলছে না।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী রেজা-উন নবীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিরক্ত প্রকাশ করে বলেন, আপনারা যা দেখছেন, যা পাইছেন লেখেন। এ বিষয়ে আমি আর কোনো কিছু বলতে পারব না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ