হোম > ছাপা সংস্করণ

পুলিশ সদস্যের বিরুদ্ধ ইবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিক এর মীমাংসা করেন প্রক্টর।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প রয়েছে। ক্যাম্পের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেন ওই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গবন্ধু হলের পকেট গেটের পাশে এক মেসে থাকেন। ক্যাম্পাসে আসতে হলে নিয়মিত তাঁকে পকেট গেট ব্যবহার করতে হয়। পকেট গেট সংলগ্ন পুলিশ ক্যাম্প। প্রতিদিনের মতো গতকাল ক্যাম্পাসে আসছিলেন ওই ছাত্রী। এ সময় ওই পুলিশ সদস্য তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলেন। একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই পুলিশ সদস্য ক্যাম্পের ভেতরে চলে যান।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন, ‘ক্যাম্পাসে আসার সময় ক্যাম্পের সামনে এক পুলিশ সদস্য অশ্লীল কথা বলেন। ক্যাম্পাসে এসে আমি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিই। পরে প্রক্টর স্যারের অফিসে অভিযুক্ত পুলিশ সদস্য বিষয়টি স্বীকার করেন এবং আমার কাছে ক্ষমা চান।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। আমরা বিষয়টি নিয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জের সঙ্গে আজ আবার বসব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ