বরিশাল-চট্টগ্রাম নৌপথে যাত্রীসেবা শুরু করতে রাষ্ট্রীয় সংস্থা বিআইডব্লিউটিসি তাদের জাহাজ এমভি তাজউদ্দীন আহমদকে পরীক্ষামূলকভাবে বরিশাল এনেছিল। চট্টগ্রাম থেকে আসা জাহাজটি শুক্রবার রাত সাড়ে ৯টায় বরিশাল নৌবন্দর ছেড়েছে বলে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক জসীম উদ্দীন নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় এমভি তাজউদ্দিন আহমদ। রাতে এসে জাহাজটি পৌঁছায়। এতে বিআইডব্লিউটিসির চট্টগ্রামের এজিএম গোপাল মজুমদারসহ জাহাজের স্টাফরা ছিলেন।
এমভি তাজউদ্দীন আহমদ সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। শুক্রবার ভোর ৫টায় বরিশাল বন্দরে এসে পৌঁছায়।
বিআইডব্লিউটিসি বরিশালের এজিএম কে এম এমরান বলেন, চট্টগ্রাম থেকে বরিশালে এমভি বার আউলিয়া আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এমভি তাজ উদ্দিন রওনা দেয়।