বান্দরবান জেলা প্রশাসনে করোনা হানা দিয়েছে। প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া কয়েকজন করোনা থেকে সুস্থ হয়ে কাজ শুরু করেছেন। জেলা সিভিল সার্জন অংসুই প্রু মারমা গত রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন।
সিভিল সার্জন জানান, বান্দরবানের এডিএম সুরাইয়া আক্তার সুইটি ও সদর ইউএনও সাবরিনা মোস্তফা আফরিন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এর আগে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত হলেও তাঁরা বাসায় থেকে ভার্চুয়ালি দাপ্তরিক কাজ করেছেন।
সিভিল সার্জন জানান, এর আগে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান করোনা আক্রান্ত হয়েছিলেন।