হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকারের বিরুদ্ধে প্রচারে বাধা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী রাজা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা বলেন, ‘নির্বাচনে নৌকার ভরাডুবি নিশ্চিত জেনে প্রার্থী সামন্ত কুমার সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভোটারদের মধ্যে টাকা ও ছাতা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে আমার ভোটের মাঠ নষ্ট করার ষড়যন্ত্র করছেন নৌকার প্রার্থী।’

প্রার্থী রাজা আরও বলেন, ‘আমার বড় ছেলে আল মামুন রানা মিনিস্টার মাইওয়ান কোম্পানির সহকারী পরিচালক পদে আছেন। “প্রচেষ্টা” নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ওই কোম্পানি থেকে প্রাপ্ত বিভিন্ন অনুদান এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ভোটের তফসিল ঘোষণার অনেক আগে। অথচ সেই সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভোটযুদ্ধে আমাকে পরাজিত করার পাঁয়তারা করছেন নৌকার প্রার্থী।’

প্রচারে বাধা ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকার বলেন, ‘একটি ছাতা ও ৩০০ টাকায় ভোট কিনছেন স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী রাজা। যার ভিডিও ফুটেজ ইউনিয়নবাসীর হাতে হাতে আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ