হোম > ছাপা সংস্করণ

সভাপতির সই জাল করে টাকা আত্মসাৎ

পঞ্চগড় প্রতিনিধি

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শের আলী পঞ্চগড়ের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গত রোববার পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজী বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় সভাপতির সই জাল করে সোনালী ব্যাংক আটোয়ারী শাখা থেকে ৬টি চেকের মাধ্যমে ১ লাখ ৫৪ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসফিকুল আলম হালিম বলেন, ‘ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোবারক আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শের আলী বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় মাসিক সভা না করে এবং কমিটির কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় আমার সই জাল করে ৬টি চেকের মাধ্যমে ১ লাখ ৫৪ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন।’

প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দেন।

ওই বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে চেক দিয়েছেন। আমি ব্যাংক থেকে টাকা তুলে প্রধান শিক্ষককে দিয়েছি। জাল সইয়ের বিষয়ে আমি কিছুই জানি না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ