টাঙ্গাইলে সিভিল সার্জন কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন ভবনটির উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, সাবেক সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান ও ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।
এ সময় সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান জানান, ছয়তলা ফাউন্ডেশনের ভবনটি চারতলা পর্যন্ত বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। এতে জেলা স্বাস্থ্য বিভাগের কাজ করতে অনেক সুবিধা হবে।