হোম > ছাপা সংস্করণ

আপত্তিকর ছবি, ভিডিওর মাধ্যমে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ধনীদের টার্গেট করে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হতো। বন্ধুত্বের শুরুতে ম্যাসেঞ্জারে শুরু হতো কথাবার্তা। এরপর ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরে সেই সব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো টাকা।

এমন অভিযোগে সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে আজহার উদ্দিন সাগর নামের এক প্রতারককে গত শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে শনিবার নিশ্চিত করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সাগর ফেসবুকে আনিকা নাম দিয়ে একটি আইডি খোলেন। এই আইডি ব্যবহার করে মধ্যবয়সী এক ব্যবসায়ীর সঙ্গে ২ থেকে ৩ মাস আগে নিয়মিত কথা বলতেন। হঠাৎ একদিন ভিডিও কল দিলে মধ্যবয়সী ওই ব্যক্তি কলটি রিসিভ করেন। পরে সাগর ফেসবুক আইডি থেকে একটি সুপার এডিট করা আপত্তিকর ভিডিও পাঠান। চাহিদামতো টাকা না দিলে ভিডিও স্বজনদের কাছে পাঠানোর হুমকি দেন। এভাবে টাকা আদায় করে আসছিলেন তিনি। পরে ওই ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন।

সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ফেনী থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও প্রযুক্তিগতভাবে দক্ষ। এই দক্ষতা কাজে লাগিয়ে ফেসবুকে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলের রেকর্ড এবং একাধিক মেয়ের আপত্তিকর ভিডিও ছবি পাওয়া যায়। সাগর অসংখ্য সুন্দরী তরুণীর ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ৩০ থেকে ৪০টি ফেসবুক আইডি খুলেছেন। এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে পরিচিত কি না, তা নিশ্চিত হতে হবে। অপরিচিতদের সঙ্গে কথোপকথন এবং তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ