মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) নবগঠিত কমিটি বাতিল চেয়ে প্রক্টর বরাবর আবেদন করা হয়েছে। গত বুধবার সকালে প্রক্টরের কার্যালয়ে আগের কমিটির সাধারণ সম্পাদক তনিমা ইসলামসহ আরও দুই সাংবাদিক পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন।
সাবেক সাধারণ সম্পাদক তনিমা ইসলামের লিখিত আবেদনে বলা হয়, কমিটির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁকে অবহিত না করেই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত/জ্যেষ্ঠ কর্মকর্তা, সাংবাদিক সমিতির সাবেক একজন সদস্যের থাকার নিয়ম থাকলেও তা করা হয়নি। এ ছাড়া কমিটিতে স্বেচ্ছাচারিতা করে নতুন সদস্য সংযোজন ও পুরোনো সদস্য বিয়োজন করা হয়।
মো. এনামুল হকের লিখিত আবেদনে বলা হয়, ২০১৯ সালের ১৪ অক্টোবর মাভাবিপ্রবিসাসের পক্ষ থেকে ‘সাংবাদিকতায় কাজ করার সুযোগ দিচ্ছে মাভাবিপ্রবিসাস’ স্লোগানে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৫০ টাকা দিয়ে সদস্য পদের ফরম জমা দেন। দুই বছর পেড়িয়ে গেলেও তাকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়নি।
রসায়ন বিভাগের শিক্ষার্থী সোলাইমান মিঞার লিখিত আবেদনে বলা হয়, নবগঠিত কমিটির সভাপতি শুভ দে নিজেও তাঁর কাছে কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, ‘এখন পর্যন্ত আমার হাতে আবেদনগুলো আসেনি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’