কারখানা থেকে ছুটি নিয়ে গত বৃহস্পতিবার গ্রামে গিয়েছিলেন জয়নুর রহমান জনি (২৪)। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ফেরার জন্য বাসে ওঠেন। সকালে পুলিশ ফোনে তাঁর পরিবারকে জানায়, ছিনতাইকারীর কবলে পড়ে জনি নিহত হয়েছেন।
জনির বড় ভাই হাবিব মোবাইল ফোনে আজকের পত্রিকা বলেন, ‘কিন্তু ওর কাছে তো বেশি টাকাপয়সাও ছিল না। অল্প কিছু টাকা আর ফোনের জন্য মেরে ফেলল আমার ভাইটাকে!’
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনি নামের ওই যুবক নিহত হন। গতকাল শনিবার ভোর ছয়টায় চাষাঢ়া রেললাইনের পাশ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরপ্রাগপুর গ্রামের লাল্টু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকার ফেইম অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
চাষাঢ়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘নিহত জনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁর কাছ থেকে কোনো টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। সঙ্গে থাকা ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা নারায়ণগঞ্জ পৌঁছালে থানায় মামলা করা হবে।’