সিলেটের বিয়ানীবাজার উপজেলায় লুট করা গয়নাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চারখাই এলাকার ঘোলাঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কানাইঘাট উপজেলায় নাজমা বেগমের বাড়িতে ডাকাতি হয়। তিনি এ ঘটনায় থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের খোকন রেজা (৩৬), ছাতক উপজেলার মাধবপুর কালারুকা গ্রামের শফিকুল ইসলাম স্বপন (২৪) ও ছাতকের ঝাউয়া এলাকার বড়কাপন গ্রামের মোনায়েম (২৩)। কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় এক ভরি ৬ আনা ওজনের গয়না উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই এলাকার একটি বাড়িতে ডাকাতি শেষে ফিরছিল।’