হোম > ছাপা সংস্করণ

নিয়মিত গাইবেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ

বিনোদন প্রতিবেদক

‘আমি চেয়েছি আহনাফের সংগীতজীবনের শুরুটা হোক একটা ভালো জায়গায়। ওর শুরুটা হোক আপনাদের নিয়ে, পুরো দেশকে নিয়ে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে আর এলআরবিকে যেভাবে ভালোবেসেছেন, আমার ছেলেকেও একইভাবে ভালোবাসবেন। আপনাদের নিয়ে আজ ওর যাত্রা শুরু হলো।’ ২০১৮ সালে প্রথমবার ছেলে তাজোয়ারকে নিয়ে মঞ্চে উঠে গান শুরুর আগে কথাগুলো বলেছিলেন আইয়ুব বাচ্চু। ছেলেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। আইয়ুব বাচ্চু জানিয়েছিলেন, তাজোয়ার ছোটবেলা থেকে তাঁর কাছে গিটার শিখেছেন।

পুরো নাম আহনাফ তাজোয়ার আইয়ুব। বাবা আদর করে ডাকতেন ‘তাজো’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে। গিটার বাজাতে বেশ দক্ষ তিনি। ‘ব্যান্ড ফেস্ট’সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে মঞ্চে গিটার বাজিয়েছেন তিনি। আইয়ুব বাচ্চুর গান গিটারে তুলে এলআরবির ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আহনাফ। সেটাও প্রশংসিত হয়েছিল।

এবার ফেসবুকে নতুন ঘোষণা দিলেন আহনাফ। রোববার (২৭ ফেব্রুয়ারি) নিজের নামে ইউটিউব চ্যানেল চালু করেছেন আহনাফ। সেখানে প্রথম ভিডিও হিসেবে দ্য উইকেন্ডের গাওয়া ‘ইস দেয়ার সামওয়ান এলস?’ গানের গিটার ভার্সন আপলোড করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এখন থেকে নিয়মিত গাইবেন এবং বিভিন্ন গান কাভার করে তা আপলোড করবেন এই চ্যানেলে।

ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তাঁর। ২০১৮ সালের ১৮ অক্টোবর না-ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি তারকা। ছেলে আহনাফ ভালো গিটার বাজাতে পারলেও পড়াশোনার ব্যস্ততার কারণে গানে পুরোটা সময় দিতে পারছেন না। আহনাফ থাকেন কানাডায়। পড়াশোনা করছেন পরিসংখ্যান নিয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ