হোম > ছাপা সংস্করণ

নৌকা পেতে তোড়জোড়

গোপালপুর প্রতিনিধি

এখনো তফসিল ঘোষণা করা হয়নি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশীর তোড়জোড়। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশীরা শুরু করেছেন গণসংযোগ। দল থেকে মনোনয়ন পেতে ছুটছেন জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে।

তবে উপজেলার চারটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে বেকায়দায় পড়তে হতে পারে আওয়ামী লীগ ও নির্বাচনী মনোনয়ন বোর্ড। ইউনিয়নগুলো হলো হেমনগর, ঝাওয়াইল, নগদা শিমলা ও হাদিরা। এসব ইউপি নির্বাচনে একাধিক প্রভাবশালী প্রার্থী থাকায় মনোনয়নে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দল থেকে মনোনীত না হলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেগ পোহাতে হবে আওয়ামী লীগ নেতাদের।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে প্রবীণদের সঙ্গে অপেক্ষাকৃত তরুণ নেতারাও মনোনয়নপ্রত্যাশী। দল থেকে মনোনয়ন পেতে ছুটছেন জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে। এমনকি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন অনেকে।

মির্জাপুর ইউপিতে মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু মাস্টার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান জুয়েল।

আলমনগর ইউপিতে চেয়ারম্যান হিসেবে মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, রকিব উদ্দিন আতিক, মফিজুর রহমান লুৎফর ও আনোয়ার হোসেন কন্টু মাস্টার।

ধোপাকান্দি ইউপিতে নৌকাপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, মো. সিরাজুল ইসলাম ও মো. আব্দুর রহিম।

নগদা শিমলা ইউপিতে মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান এম হোসেন আলী, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মারুক হাসান জামি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম মাস্টার, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙুর ও মো. সোহেল রানা।

হাদিরা ইউপিতে নৌকাপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের তালুকদার, উপজেলা আওয়ামী লীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক সেলিম আজাদ তালুকদার, নিহত নিক্সন তালুকদারের স্ত্রী বিলকিছ জাহান, গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক হুমায়ুন কবির, মো. আলমগীর হোসেন।

ঝাওয়াইল ইউপিতে দলীয় সমর্থন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মো. মিজানুর রহমান তালুকদার, মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, মো. একামত আলী সরকার, মিজানুর রহমান মজনু, মো. শফিকুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, মুহাম্মদ কামরুজ্জামান, মাহমুদুল হাসান তালুকদার।

হেমনগর ইউপিতে নৌকাপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রওশন খান আইয়ুব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান তালুকদার হিরা, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, মাসুদ খান নাসির, মো. ছানোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, মো. সোহেল খান, মোল্লা মো. বিপ্লব পণ্ডিত।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেশি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারে প্রার্থী নির্বাচন করা হবে। প্রয়োজনে তৃণমূলের ভোটে প্রার্থী ঠিক করা হবে। ভোটারেরা যাঁকে মনোনীত করবেন, তাঁকে নিয়ে সবাই মাঠে নামব।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ