ছক ভাঙছেন জাহ্নবী কাপুর। একের পর এক নারীকেন্দ্রিক সিনেমায় নিজেকে মেলে ধরছেন তিনি। ‘গুঞ্জন সাক্সেনা’র পর জাহ্নবী এবার হাজির ‘গুড লাক জেরি’ নিয়ে। সিনেমায় বিহারের এক দরিদ্র পরিবারের মেয়ে হিসাবে দেখা যাবে জাহ্নবীকে। এই মেয়ে কেমনভাবে পাঞ্জাবের ড্রাগ মাফিয়াদের সঙ্গে জড়িয়ে পড়বে, তা নিয়েই এগিয়েছে সিনেমা। ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিনেমা।
২০১৮ সালে মুক্তি পাওয়া, নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘কোলাকাভু কোকিলা’র অফিশিয়াল রিমেক এই সিনেমা। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত এই সিনেমায় বিহারি মেয়ের চরিত্র ফুটিয়ে তুলতে কম কাঠখড় পোড়াতে হয়নি জাহ্নবীকে। শুরুতেই বিহার এবং বিহারিদের সম্পর্কে জানতে হয়েছে, ভোজপুরী ভাষা রপ্ত করতে হয়েছে। জাহ্নবী বলেন,‘উচ্চারণ আরও নিখুঁত করতে আমি একাধিক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি। বিহারি মানুষেরা ভারি মজার। ওনাদের কথা বলার মধ্যে একটা আলাদা মিষ্টতা আছে। সেগুলো আমি যথার্থভাবে রপ্ত করার চেষ্টা করেছি।’
প্রশংসার পাশাপাশি সমালোচনাটাও সমান গুরুত্বে গ্রহণ করেন জাহ্নবী। যেমন ‘গুঞ্জন সাক্সেনা’র সময়ে তাঁকে বলা হয়েছিল, সিনেমার কিছু দৃশ্যে তাঁর এনার্জি খুব কম ছিল। এই সিনেমার শুটিংয়ে বিষয়টি পুরোপুরি মাথায় রেখেছেন এবং সেভাবেই নিজের সাধ্যের পুরোটা দিয়ে কাজ করেছেন।