জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র গরমে সর্দি, জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
চিকিৎসকেরা বলছেন, চলতি মৌসুমে এসব রোগের প্রকোপ বেড়েছে। বেশি আক্রান্ত যাঁরা, তাঁদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৩৫০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু গত কয়েক দিনে এ সংখ্যা বেড়েছে। এর মধ্যে ৬০ শতাংশ রোগী সর্দি, জ্বর ও ডায়রিয়ার। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৪০ জনের বেশি সর্দি, জ্বর ও ডায়রিয়ার রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এ ছাড়া হাসপাতালে ৬১ জন সর্দি-জ্বর নিয়ে ভর্তি হয়েছে।
জ্বরের চিকিৎসা নিতে আসা উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের রোগী আসলাম হোসেন জানান, দুদিন থেকে জ্বরে ভুগছেন তিনি। স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। তবু জ্বর ভালো হয়নি, তাই হাসপাতালে এসেছেন। সঙ্গে তাঁর গ্রামের আরও বেশ কয়েকজন রোগী এসেছেন চিকিৎসা নিতে।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. বিপুল মিয়া জানান, অন্যান্য সময় সর্দি, জ্বর ও ডায়রিয়ার এত বেশি রোগী আসেনি। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ রোগের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এসব রোগের চিকিৎসায় হাসপাতালে কোনো কিছুর কমতি নেই।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবীব জানান, কয়েক দিন থেকেই হাসপাতালে গরমের কারণে সর্দি, জ্বরের রোগীর ভিড় বেড়েছে। প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন।