হোম > ছাপা সংস্করণ

কেরানীগঞ্জে হবে বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। এবার এই ধরনের পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু হতে যাচ্ছে কেরানীগঞ্জে। গত বুধবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘এবার কেরানীগঞ্জে হবে বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট। শুধু শহর না; ময়লা-আবর্জনায় জর্জরিত দেশের প্রায় সবগুলা গ্রাম-ইউনিয়ন-উপজেলা। দূষণ হয়তো আমরা চোখে দেখছি না; ওটা ফুসফুসের ওপর দিয়েই যাচ্ছে কিন্তু ময়লা যে ঢেকে রাখব তেমন বর্জ্য ব্যবস্থাপনাও কোথাও নেই।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল পুরো বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় স্মার্ট সমাধান আনতে হবে, সেই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন করতে হবে। আজ তেমন একটা সমাধানের পথে একধাপ এগোলাম আমরা।’

নসরুল হামিদ জানান, আমিনবাজারের পর কেরানীগঞ্জে স্থাপন করা হচ্ছে ওয়েস্ট-টু-পাওয়ার প্ল্যান্ট। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হবে প্রতিদিনের ময়লা। তা থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ। ময়লার বোঝা থেকে মুক্তি পাবেন কেরানীগঞ্জ-নবাবগঞ্জের সব ইউনিয়ন ও উপজেলার মানুষ। ক্রমান্বয়ে গোটা বাংলাদেশে স্থাপন করা হবে এমন পরিবেশবান্ধব পাওয়ার প্ল্যান্ট। দূষণের বিরুদ্ধে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার যুদ্ধে বাংলাদেশ একদিন জিতবেই।

চলতি মাসের শুরুতে দেশের প্রথম ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) কর্তৃক গঠিত কোম্পানি ডব্লিউটিই পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেড ২০২৪ সালের মধ্যে রাজধানীর আমিনবাজারে ৪২ দশমিক ৫ মেগাওয়াটের বর্জ্য থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন করবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ