হোম > ছাপা সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। পাশাপাশি দেশের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র সুকৌশলে দেশের কয়েকটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও আবাসস্থলে হামলা, ভাঙচুর, হত্যা ও অগ্নিসংযোগ চালিয়ে দেশের মানুষের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এ ষড়যন্ত্রকারীদের অপচেষ্টাকে রুখে দেব।’

অন্য বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মূলনীতির অন্যতম ভিত্তি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা বিপন্ন করতে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। তাঁরা অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএমএর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ