হোম > ছাপা সংস্করণ

মানবাধিকার সংগঠনের উদ্বেগ, সুষ্ঠু তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে গ্রেপ্তারের পর র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় নুরুল ইসলাম (৬০) নামের বিএনপির সাবেক নেতার মৃত্যুর বিষয়ে র‍্যাবের বলছে, ওই ব্যক্তি হৃদরোগী ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তবে র‍্যাবের হেফাজতে মৃত্যু যেভাবেই হোক, মৃত লাশের সুষ্ঠু ময়নাতদন্ত করে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

এর আগে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে গত মঙ্গলবার নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। র‍্যাব-৭ চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরোয়ানা মূলে গত মঙ্গলবার তাঁকে হেফাজতে নেওয়া হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁকে পতেঙ্গা র‍্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পথে তিনি অসুস্থবোধ করলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ