হোম > ছাপা সংস্করণ

দুর্গাপূজার ইউনিয়ন ভিত্তিক কমিটি হবে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দুর্গাপূজার আগে ইউনিয়ন ভিত্তিক গঠন করা হবে ১৫ সদস্যের কমিটি। তাঁর মধ্যে ১০ জন মুসলিম পাঁচজন হিন্দু ধর্মাবলম্বীদের সদস্যরা থাকবেন। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

গতকাল বুধবার দুপুরে উপজেলার কর্মধা কাঠালতলি বাজারের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হলরুমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুলাউড়ার কর্মধায় শারদীয় দুর্গাপূজায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুরের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে এ সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, জাসদ নেতা আশিকুর রহমান ফটিক।

সভায় সিদ্ধান্ত হয় আগামী দুর্গাপূজার আগে ১৫ সদস্য নিয়ে কমিটি করা হবে। এতে থাকবেন ১০ জন স্থানীয় মুসলিম সদস্য এবং পাঁচজন হিন্দু সদস্য।

সমাবেশে ক্ষতিগ্রস্ত হিন্দু পূজামণ্ডপের প্রতিনিধিরা জানান, একটি কুচক্রী মহল হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায়। পরবর্তীতে অনেকেই এসে আমাদের সমবেদনা জানান। আমাদের ব্যবহার করে কিছু মানুষ নিজেদের সার্থ হাসিল করতে চায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তা আমাদের লক্ষ্য। আমরা সেভাবে কাজ করছি। এতে নাগরিকদের এগিয়ে আসতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ